পেট্রোবাংলার নিয়ন্ত্রণীত ১৩ কোম্পানীতে নানা অনিয়ম ও শত কোটি টাকার দুর্নীতি উদঘাটনের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবেক ৫ চেয়ারম্যানসহ ৯ শীর্ষ কর্মকর্তাকে আগামী ৯ এপ্রিল তলব করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
পেট্রোবাংলার নিয়ন্ত্রণীত ১৩ কোম্পানীতে নানা অনিয়ম ও শত কোটি টাকার দুর্নীতি উদঘাটনের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবেক ৫ চেয়ারম্যানসহ ৯ শীর্ষ কর্মকর্তাকে আগামী ৯ এপ্রিল তলব করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। রোববার বিকেলে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপপরিচালক যতন কুমার রায় ওই ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিশ পাঠান। নোটিশ প্রাপ্ত বিপিসি'র সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,সাবেক চেয়ারম্যান আনোয়ারুল কবির, সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোকতাদির আলী, সাবেক চেয়ারম্যান একেএম জাফর উল্লাহ, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক সচিব এবিএস আজাদ, পরিচালক নুরুল আমিন, সাবেক পরিচালক আবদুল আউয়াল ও সাবেক পরিচালক মোজাম্মেল হককে ৯ এপ্রিল সকাল ১০ টায় দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ জানান। অপরদিকে পেট্রোবাংলার নিয়ন্ত্রণীত ১৩ কোম্পানীতে নানা অনিয়ম এবং দুর্নীতির ঘটনায় দুদকের আরেক উপপরিচালক আহসান আলী আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় তিতাসের বাপেক্স’র ডিজিএম মো. রফিকুর রহমান,ডিজিএম শফিকুর রহমান,ফয়জুর রহমান এবং এসওডি সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করেছেন। তিনি এরআগে আরো ২০ কর্মকর্তাকে তলবি নোটিশ পাঠান। [b]ঢাকা,একে, ২৩ মার্চ (টাইম নিউজবিডি.কম) // জেআই[/b]