বঙ্গোপসাগরীয় অঞ্চলের প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা জোট বা বিমস্টেকের একটি স্থায়ী সচিবালয় গড়ে তোলা হবে বাংলাদেশের
বঙ্গোপসাগরীয় অঞ্চলের প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা জোট বা বিমস্টেকের একটি স্থায়ী সচিবালয় গড়ে তোলা হবে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং বুধবার দিল্লিতে জানিয়েছেন, মার্চের প্রথম সপ্তাহে মায়ানমারে বিমস্টেকের শীর্ষ সম্মেলনেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে চলেছে। এই সচিবালয় চালানোর প্রায় এক তৃতীয়াংশ খরচ ভারত বহন করবে এবং সার্বিকভাবে বিমস্টেক প্রক্রিয়ায় গতি আনার জন্য নতুন প্রয়াসও শুরু হবে মায়ানমারের সম্মেলন থেকে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ব্যাঙ্ককে ১৯৯৭ সালে বিমস্টেক গঠিত হয়। পরে আরও তিনটি দেশ, মিয়ানমার, নেপাল ও ভুটানের অন্তর্ভুক্তির পর এই জোটের নতুন নাম বিমস্টেক বা সংক্ষেপে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ। ভারত একে বর্ণনা করে সার্ক ও আসিয়ান জোটের মধ্যে সেতুবন্ধ হিসেবে – কিন্তু কাগজে-কলমে অপরিসীম সম্ভাবনা থাকলেও বিমস্টেক যে তা পূর্ণ করার ধারেকাছেও যেতে পারেনি – সদস্য দেশগুলো সবাই সে কথা স্বীকার করে। কিন্তু মার্চের গোড়াতেই মায়ানমারের শীর্ষ সম্মেলন বিমস্টেকে নতুন করে প্রাণসঞ্চার করবে বলে তাদের আশা এবং তারই প্রথম ধাপ হবে ঢাকায় জোটের একটি স্থায়ী সচিবালয়। ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের কথায়, ‘সুসমন্বিতভাবে যাতে জোটের কাজকর্মে আরও গতি আনা যায়, এই তৃতীয় শীর্ষ সম্মেলন তারই প্রস্তাবনা করবে। এর সবচেয়ে বড় পরিণতি হবে ঢাকায় বিমস্টেকের একটি স্থায়ী সচিবালয়ের স্থাপনা।’ এছাড়া ভারতে বিমস্টেকের একটি জলবায়ু সেন্টার ও ভুটানে সাংস্কৃতিক শিল্পকেন্দ্র গড়ার ব্যাপারেও সমঝোতা হবে বলে তিনি জানান। সূত্র: বিবিসি বাংলা [b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই [/b]