কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে পাঁচ শিশু আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে পাঁচ শিশু আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বিলশুকাভবানীপুর গ্রামের আনারুল ইসলামের দুই ছেলে রাব্বী ও বাপ্পী , ছানার ছেলে পাপ্পু , সেলিমের ছেলে সাকিব এবং সাইদুরের ছেলে সিফাত। জানা যায়, ভেড়ামারা উপজেলার বিলশুকাভবনীপুর গ্রামের রিয়াজের ধান খোলার পাশে ফাঁকা মাঠে দুপুরে শিশুরা খেলছিল। এসময় হঠাৎ করেই পরিত্যক্ত অবস্থায় থাকা বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে শিশুরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ভেড়ামারা মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। [b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]