বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

বর্তমান সরকার দেশ চালাতে চরমভাবে ব্যর্থ : মতিউর রহমান আকন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, সরকার আজ দেশ চালাতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মতিউর রহমান আকন্দ বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী প্রায় ৮ লক্ষ কোটি টাকা পাচারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে সরকার কার্যত দেশকে ব্যর্থ রষ্ট্রে পরিণত করার অপচেষ্টাই করে যাচ্ছে। এ অবস্থায় এ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহাল করাই সময়ের দাবি। আর এ দাবিতে জাতি আজ ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, বিগত ১৪ বছর ধরে জামায়াতে ইসলামীর ওপর সরকারি পৃষ্ঠপোষকতায় সীমাহীন অত্যাচার, জুলুম-নিপীড়ন চালানো হয় এবং জামায়াতের শীর্ষ নেতাদের সাজানো মামলায় বিচারের নামে ফাঁসি দিয়ে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা করা হয়।

জেলা আমীর এ্যাডভোকেট মুহাম্মাদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী।

ড. ফারুকী বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারেনা। তিনি জনগণের কল্যাণে ও জাতীয় স্বার্থে যে কোনো ত্যাগের বিনিময়ে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।

এমআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *