কুড়িগ্রাম জেলা সভাপতির পদ থেকে তাজুল ইসলাম চৌধুরীকে অব্যহতি দেয়া হয়েছে। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার দলের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কুড়িগ্রাম জেলা সভাপতির পদ থেকে তাজুল ইসলাম চৌধুরীকে অব্যহতি দেয়া হয়েছে। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার দলের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি এরশাদ সম্পর্কে গণমাধ্যমে বিরূপ মন্তব্য করায় কুরিগ্রাম জেলা সভাপতির পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছেন দলের চেয়ারম্যান হোসেইন মুহম্মদ এরশাদ। তাজুল ইসলামের ভাই শফিক চৌধুরীকে কুড়িগ্রাম জেলা আহ্বায়ক করা হয়েছে বলে সূত্রটি জানায়। ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর