মঙ্গলবার ২১, মার্চ ২০২৩
EN

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর খাদে পড়ে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দিসার এলাকার কসবা-সৈয়দবাদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাক্টর হেলপার পাভেল মিয়া (১৮) ও পথচারী দেলোয়ার মিয়া (৩০)।

কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, কসবা থেকে একটি ট্রাক্টর তিনলাখপীর যাওয়ার পথে চান্দিসার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাসস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।

এবিএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *