ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঞা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৩২৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী আব্দুল হামিদ খান ভাসানী পেয়েছেন ৯ হাজার ৫৮০ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের আগে ‘নিখোঁজ’ হওয়া আবু আসিফ আহমেদ মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৩৮ ভোট।
তবে রিটারনিং কর্মকর্তার কার্যালয় এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা করেননি।
এমআই