শনিবার ১০, জুন ২০২৩
EN

বাংলাদেশে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত

বাংলাদেশে আরও ৯ জনের নমুনায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপস্থিতি শনাক্ত হয়েছে।

বাংলাদেশে আরও ৯ জনের নমুনায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপস্থিতি শনাক্ত হয়েছে।

আজ সোমবার ( ১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে। নতুন এই ব্যক্তিদের তথ্য দিয়েছে আইসিডিডিআর,বি।

জানা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিন জন পুরুষ এবং ছয় জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। গেল ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

উল্লেখ্য, দেশে গত ৯ ডিসেম্বর প্রথম দুই জনের ওমিক্রন শনাক্ত হয়। আজকের ৯ জনসহ এ সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩০-এ।

এইচএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *