রবিবার ১১, জুন ২০২৩
EN

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এসময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯০ জনের। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৪ শতাধিক।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ লাখ ৩১ হাজার ৪৪২ জন। আগের দিন মঙ্গলবার ৭ লাখ ৩২ হাজার ৪৯৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বুধবার (১৮ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লাখ ৯২ হাজার ৪৬৪ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৫২ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৭৫০ জন। এর মধ্যে ৪৯ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ৩৬১ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। এদিন দেশটিতে ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ২৭ হাজার ২৮৫ জনে।

আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৫ হাজার ৩৬৮ জনের। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৪৪৭ জনে।

এছাড়া বিশ্বে দিনে শনাক্তেরও শীর্ষে আছে উত্তর কোরিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫১০ জন।

এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৮৩ হাজার ৬০ জন। এসময় দেশটিতে মারা গেছেন ৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৬ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

এইচএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *