ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু মার্কিন দূতাবাসের তিন কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। সরকার-বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়। এদিকে, বিরোধী নেতা লিওপোলডো লোপেজ মঙ্গলবার
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু মার্কিন দূতাবাসের তিন কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। সরকার-বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়। এদিকে, বিরোধী নেতা লিওপোলডো লোপেজ মঙ্গলবার রাজধানী কারাকাসে সমাবেশে করারা ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রাষ্ট্রীয় টিভিতে ভাষণ দেওয়ার সময় মাদুরো বহিষ্কৃত মার্কিন কর্মকর্তাদের নাম উল্লেখ করেননি। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত তথ্য জানাবেন। প্রেসিডেন্ট মাদুরু বলেন, "আমরা লক্ষ্য করছি যে, মার্কিন কর্মকর্তাদের একটি দল দু'মাস ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈঠক করছে। তারা (মার্কিন কর্মকর্তা) ভিসা সংক্রান্ত বিষয়ে কাজ করে"। "ভেনিজুয়েলা কারো নির্দেশ গ্রহণ করবে না", যোগ করেন তিনি। গত সপ্তাহে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থক ও বিরোধীপক্ষ পাল্টাপাল্টি সমাবাবেশ করে। এ সময় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। প্রতিবাদ বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। আর পুলিশ কর্মকর্তারা টিয়ারগ্যাস ছোড়ে। এতে তিনজন নিহত হন। প্রথমে মাদুরোর হাজার হাজার সমর্থক রাজধানীর কেন্দ্রে সমবেত হয় এবং তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শন করে। অন্যদিকে প্রায় ২০০০ ছাত্র শান্তিপূর্ণভাবে কারাকাসের আলতামিরা স্কয়ারে সমবেত হয়। তারা বিকেলের দিকে সরকারের পরিকল্পনার সমালোচন করে এবং সরকারবিরোধী স্লোগান দেয়। আর অনেক ছাত্র প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেয়ার জন্য চেষ্টা চালায়। [b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই [/b]