এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ভারতের বিদায়। অনেকটা আনুষ্ঠানিকতার ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে টস জিতে বোলিংয়ে নেমে নামিবিয়াকে অল্প রানে গুটিয়ে দিয়েছে কোহলিরা। মাত্র ১৩২ রান করে ক্রিকেটে নবীন সদস্য দেশটি।
এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ভারতের বিদায়। অনেকটা আনুষ্ঠানিকতার ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে টস জিতে বোলিংয়ে নেমে নামিবিয়াকে অল্প রানে গুটিয়ে দিয়েছে কোহলিরা। মাত্র ১৩২ রান করে ক্রিকেটে নবীন সদস্য দেশটি।
প্রথমে ব্যাট করতে নেমে নামিবিয়ার ব্যাটসম্যানরা ভালোই শুরু করে। কিন্তু পঞ্চম ওভারে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। পরের ওভারে পড়ে আরও একটি উইকেট। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে চাপে পড়ে যায় নামিবিয়া। সে ধারাবাহিকতায় টপঅর্ডাররা ব্যর্থ হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নামিবিয়া।
সে অবস্থা থেকে আর কাটিয়ে উঠতে পারেনি নামিবিয়া। অল্প রানে গুটিয়ে যায়। দলটির পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ডেভিড উইজ।
রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নেন। আর দুই উইকেট পান বুমরাহ।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে অনিশ্চয়তার কবলে পড়ে তারা।
এই দুই হারে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে কার্যত ছিটকে পড়ে যায় ভারত। তবে শেষ তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জয়ের পাশাপাশি কোহলিদের তাকিয়ে থাকতে হয় নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে।
গতকাল রোববার আফগানিস্তান হেরে যাওয়ায় ভারতের সেমিফাইনালে খেলার সুযোগ শেষ হয়ে যায়। সুপার টুয়েলভের গ্রুপ-১ থেকে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্যদিকে গ্রুপ-২ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামী বুধবার অনুষ্ঠিত হবে আসরের প্রথম সেমিফাইনাল। পরদিনই মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল।
প্রথম সেমিফাইনালে লড়বে গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ-২ এর রানার্সআপ নিউজিল্যান্ড। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১ এর রানার্সআপ অস্ট্রেলিয়া।
দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম সেমিফাইনাল হবে আবুধাবিতে। দ্বিতীয় সেমিফাইনাল হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেমিফাইনালে জেতা দুই দল মুখোমুখি হবে বিশ্বকাপের ফাইনালে। এবারের আসরের ফাইনাল হবে ১৪ নভেম্বর।
এমআর