আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি মাটিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইব্রাহীম খলিলকে আটক করে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সীমান্ত থেকে ৯৯ পিস স্বণের্র বারসহ ইব্রাহীম খলিল নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
স্বর্ণ চোরাকারবারী ইব্রাহীম খলিল মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি মাটিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইব্রাহীম খলিলকে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে শুক্রবার দুপুরে জানানো হয়, সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের জলুলী করিম মোড় বটতলা এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাটিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ সময় বিজিবি সদস্যরা একজন মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করে তার মোটরসাইকেলে বাম পাশের ঝোলানো প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে অভিনব কায়দায় টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৯৯টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ১২ কেজি ৫৩০ গ্রাম।
এছাড়া তার চালিত প্লাটিনা মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ ইব্রাহীমকে আটক করা হয়।
এ ঘটনায় আটক স্বর্ণের বার, মোটরসাইকেল, মোবাইল ফোন ও চোরাকারবারি ইব্রাহীম খলিলকে মহেশপুর থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।
এবিএস