ভোলার লালমোহন উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী আকতারুজ্জামান টিটো নির্বাচন বর্জন করেছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে লালমোহন পৌরসভার ৩নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাড়িতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন
ভোলার লালমোহন উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী আকতারুজ্জামান টিটো নির্বাচন বর্জন করেছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে লালমোহন পৌরসভার ৩নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাড়িতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, সরকার দলীয় সমর্থকদের বিরুদ্ধে তার ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা, এজেন্টদের মারধর ও জাল ভোট প্রদান করে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, এ সরকারের আমলে কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। জেলা রিটার্নিং অফিসার আবু সাইদ টাইম নিউজকে জানান, বিষয়টি আমি শুনেছি। তবে, এখনও পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোন অভিযোগ আসেনি। [b]ভোলা,১৯ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]