সোমবার রাতে ঠাকুরগাঁও শহরের নিউ স্কয়ার হাসপাতালে জবা রানী (৩০) নামে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। প্রাইভেট হাসপাতালটির ম্যানেজার ও নার্সের ভুল অস্ত্রপাচারে এমন ঘটনা ঘটে।
সোমবার রাতে ঠাকুরগাঁও শহরের নিউ স্কয়ার হাসপাতালে জবা রানী (৩০) নামে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। প্রাইভেট হাসপাতালটির ম্যানেজার ও নার্সের ভুল অস্ত্রপাচারে এমন ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ১১টায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিমুল বারী ক্লিনিকটি সিলগালা করেন। এছাড়া পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সহকারী ম্যানেজার ফেরদৌস আলম, নার্স শিলা রাণী সরকার ও শাহানাজ পারভীন শাপলা। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে প্রসব বেদনায় কাতর জবা রাণীকে ঠাকুরগাঁও নিউ স্কয়ার হাসপাতালে অপরেশনের জন্য নিয়ে আসে স্বজনেরা। ডাক্তারের পরামর্শ ছাড়াই ম্যানেজার শাহিনসহ কয়েকজন নার্স প্রসূতির অস্ত্রপাচার করে। সন্ধ্যায় নবজাতক ও শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আজ ঠাকুরগাঁও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিমুল বারী ওই ক্লিনিক সিলগালা করেন এবং ঘটনাস্থল থেকে সহকারী ম্যানেজার ফেরদৌস আলম,নার্স শিলা রাণী সরকার ও শাহানাজ পারভীন শাপলাকে গ্রেফতার করে পুলিশ। নিহতের স্বামী মদন রায় বলেন, ডাক্তার ছাড়াই ক্লিনিকের ম্যানেজার ও নার্স তার স্ত্রীর শরীরে অস্ত্রোপাচার করে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খান জানান,দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। [b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]