পুলিশি বাধায় যথা সময়ে বাসা থেকে বের হতে না পারায় একুশের দ্বিতীয় প্রহরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
পুলিশি বাধায় যথা সময়ে বাসা থেকে বের হতে না পারায় একুশের দ্বিতীয় প্রহরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার পর তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কোনো ধরণের রাষ্ট্রীয় প্রটোকল ছাড়া জনগণের সারিতে দাড়িয়েই বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং দলটির সিনিয়র নেতৃবৃন্দ বেগম জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে পুলিশি বাধার কারণে বাসা থেকে বের হতে না পারায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যথাসময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন নি। ঢাকা, এমএইচ, ২১ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসআর