কাতার বিশ্বকাপে টিকে থাকতে হলে আর্জেন্টিনার সামনে জয়ের বিকল্প কোনো পথ খোলা নেই। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে মেক্সিকোর বিপক্ষে নিজেদের বাঁচা-মরার ম্যাচে বড়সড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
আজ রোববার (২৭ নভেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।
বিশ্বকাপ শুরুর প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল লিওনেল মেসির দল। এবার মেক্সিকোর বিপক্ষে ম্যাচে আগের ম্যাচ থেকে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে লে আলবিসেলেস্তেরা।
সৌদির বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকলাস টালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস আর আলেহান্দ্রো পাপু গোমেজরা। তাদের জায়গায় গনজালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, গিদো রদ্রিগেজ আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে জায়গা দিয়েছেন কোচ স্কালোনি।
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।
ফরমেশন: ৪-৩-৩
মেক্সিকোর শুরুর একাদশ: গুইলারমো ওচোয়া (গোলরক্ষক), হেক্টর মোরেনো, আরাউহো, জেসুস গালারডো, সিজার মন্টেস, গালার্দো, গুয়ারদাদো, হেক্টর হেরেরা, লুইস শাভেজ, হার্ভিং লোজানো, অ্যালেক্সিস ভেগা।
ফরমেশন: ৪-৩-৩
এবিএস