১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডের আদেশের রায় শুনে অজ্ঞান হয়ে পড়েন চট্টগ্রাম ইউরিয়া সারকারখানার (সিইউএফএল) প্রশাসন বিভাগের তৎকালীন মহাব্যবস্থাপক (জিএম) কে এম এনামুল হক।
১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডের আদেশের রায় শুনে অজ্ঞান হয়ে পড়েন চট্টগ্রাম ইউরিয়া সারকারখানার (সিইউএফএল) প্রশাসন বিভাগের তৎকালীন মহাব্যবস্থাপক (জিএম) কে এম এনামুল হক। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অস্ত্র আটক মামলার দুটি ধারায় এই ১৪ জনকে যাবজ্জীবন ও সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই