রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (১৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপি জানায়, আসামিদের কাছ থেকে ২ হাজার ১৪৮ পিস ইয়াবা, ২৪ কেজি ৮২০ গ্রাম গাঁজা, ২০০.৬ গ্রাম হেরোইন এবং ২০টি ইনজেকশন জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।
এইচএন