রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানায়, বুধবার (২৭ এপ্রিল) সকাল ছয়টা থেকে) বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আসামিদের কাছ থেকে ৪ হাজার ৩১৬ পিস ইয়াবা, ২৫ কেজি ৮৮০ গ্রাম গাঁজা, ২৯৫ গ্রাম ৭৫ পুরিয়া হেরোইন, ১০৭ বোতল দেশিমদ, ১৩৭ বোতল ফেনসিডিল এবং ৩৮০ ক্যান বিয়ায় জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।
এইচএন