বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

মাদক পাচারের অভিযোগ : সৌদি আরবে গ্রেফতার ৪২১

সৌদি আরবে ৪২১ জনকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা দেশটির চারটি অঞ্চলে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়েছে।

সৌদি আরবের সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালকের মুখপাত্র কর্নেল মিসফার আল-কুরাইনি বলেন যে নাজরান, নাজান, আসির ও উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে মাদক প্রবেশের সময় সেগুলো আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের থেকে ৫২.৪ টন মাদকের মধ্যে ৮০৭ কেজি গাঁজা, ৪৭৫,১৬৬টি নিষিদ্ধ ট্যাবলেট, ১৪৫,৫৯৭টি অ্যাম্ফেটামিন ট্যাবলেট রয়েছে।

আল-কুরাইনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ৩৯ জন সৌদি, ৩৪২ জন ইয়েমেনি, ৩৮ জন ইথিওপিয়ান ও দুজন ইরাকি। সূত্র : মিডল ইস্ট মনিটর।

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *