রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামীর ঘটনায় দায়ের হওয়া মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামীর ঘটনায় দায়ের হওয়া মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মুফতি ওয়াক্কাসের পক্ষে শুনানি করেন অ্যাভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। এ মামলায় গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলামের নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি ওয়াক্কাসের জামিন স্থগিত করেন। পরে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। এই লিভ টু আপিলের নিষ্পত্তি করে চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মালিবাগ এলাকার আবুল হোটেলের সামনে থেকে মুফতি ওয়াক্কাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ২০১৩ সালের ৫ মে হেফাজত কাণ্ডের ঘটনায় পরের দিন ৬ মে মতিঝিল থানায় মামলাটি দায়ের করে পুলিশ। [b]ঢাকা, কেএ ১২ এপ্রিল(টাইম নিউজ বিডি)/[/b]