৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মামলার যুক্তিতর্ক সোমবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল।
৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মামলার যুক্তিতর্ক সোমবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল। রোববার পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃতাধীন তিন সদস্যর বেঞ্চ এ মুলতবির আদেশ দেন। সকালে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর সাহেদুর রহমান। তিনি মোবারকের বিরুদ্ধে ৫টি অভিযোগের মধ্যে ৩টি অভিযোগের যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পক্ষের আইনজীবীর মৌখিক সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল শুনানি মুলতবি করেন। গত বছরের ১৬ মে মোবারকের বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপন করেন প্রসিকিউটর অ্যাডভোকেট জাহিদ ইমাম। গত বছরের ২৩ এপ্রিল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হন ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেন। তার বিরুদ্ধে হত্যা,আটক,নির্যাতন ও অপহরণের পাঁচটি অভিযোগ এনে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল। [b]ঢাকা, কেএ ১৮মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]