বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

মেয়ে হত্যার দায়ে বাবা ও চাচার যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে নিজের মেয়ে আছিয়া খাতুনকে (৮) হত্যার দায়ে তার বাবা ও চাচাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুস সালেহ এ আদেশ

সিরাজগঞ্জে নিজের মেয়ে আছিয়া খাতুনকে (৮) হত্যার দায়ে তার বাবা ও চাচাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুস সালেহ এ আদেশ দেন। একই সাথে আসামীদের পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন নিহত শিশু আছিয়ার বাবা সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের আবুল হোসেন (৫০) ও চাচা খলিলুর রহমান (৫৮)। আদালত সূত্রে জানা গেছে,আলোকদিয়া গ্রামের আবুল হোসেনের সঙ্গে একই গ্রামের জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে  বিরোধ চলছিল। এক পর্যায়ে প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্প না করেন আবুল হোসেন। ২০০৯ সালের ১১ নভেম্বর সন্ধ্যায় ভাই খলিলুর রহমানকে সঙ্গে নিয়ে নিজের মেয়েশিশু আছিয়াকে শ্বাস রোধ করে হত্যা করেন বাবা আবুল হোসেন। হত্যার পর ওই দিন রাতে আছিয়ার লাশ জয়নাল আবেদীনের জমিতে ফেলে আসেন তারা। ২০০৯ সালে ৪ ডিসেম্বর নিহত আছিয়ার মা মোমেনা খাতুন বাদী হয়ে প্রতিপক্ষ জয়নাল আবেদীনসহ ৭জনকে আসামি করে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১টি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের জন্য মামলাটি পুলিশের তদন্ত বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রাকিবুল ইসলাম উদঘাটন করেন,আছিয়াকে তার বাবা ও চাচাই হত্যা করেন। পরে তারা অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পরই এসআই রাকিবুল বাদী হয়ে আছিয়ার বাবা আবুল হোসেন ও চাচা খলিলুর রহমানকে আসামি করে একই আদালতে মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশের এসআই আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম তদন্ত শেষে ২০১০ সালের ১২ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। এতে নিহত শিশুর পিতা আবুল হোসেন ও চাচা খলিলুর রহমানকে আসামি করা হয়। [b]ঢাকা, ৩০মার্চ(টাইমনিউজবিডি.কম)//জেএ[/b]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *