রবিবার ১১, জুন ২০২৩
EN

মার্কিন প্রতিবেদন অযৌক্তিক : ওবায়দুল কাদের

বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন অযৌক্তিক। গণতন্ত্রের ত্রুটি দেশে দেশে আছে। যারা অভিযোগ করেছেন, তাদের দেশের গণতন্ত্রও ত্রুটিমুক্ত নয়। আমাদের দেশেও গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। তবে আমরা গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করে যাচ্ছি।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পদযাত্রা থেকে বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনাকে হারাতে পারবে না বলেই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে দলটি।

সেতুমন্ত্রী আরও জানান, বিএনপির আন্দোলন ভুয়া। তারা আন্দোলনে ব্যর্থ। তাদের সাথে জনগণ নেই। বিএনপির আন্দোলনের গাড়ি আর কাদা থেকে উঠবে না। তাই নাশকতা এখন তাদের অবলম্বন।

বিএনপিকে উদ্দেশ করে কাদের বলেন, নির্বাচনে আসেন, সেখানে মোকাবিলা হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশে কোনো বাধা দিচ্ছে না আওয়ামী লীগ। বিদেশে লবিস্ট নিয়োগ করে ষড়যন্ত্র করছে দলটি।

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *