রবিবার ২৬, মার্চ ২০২৩
EN

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ৬

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি শপিংমলে বন্দুক হামলায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের একটি শপিংমলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এদিন ১৫ থেকে ২১ বছর বয়সী একদল তরুণ একটি শপিংমলের ভেতরে অতর্কিতভাবে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই একজন মারা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

হামলার কারণ এবং হামলাকারীদের সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে হামলাকারীদের দু’পক্ষের বিরোধের কারণে গুলি চালানোর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর দেশটির ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ওভারব্রুক হাইস্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। সূত্র : এনবিসি নিউজ।

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *