শনিবার ১০, জুন ২০২৩
EN

মার্টিনেজের জোড়া গোলে চ্যাম্পিয়ন ইন্টার

গত জানুয়ারিতে এসি মিলানকে হারিয়ে জিতেছে ইতালিয়ান সুপার কোপা। কাল রাতে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান কাপও জিতেছে ইন্টার। টানা দ্বিতীয় ইতালিয়ান কাপ জয়ের পর এখন তাদের সামনে চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি। ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলেই ‘ট্রেবল’জেতা হবে ইন্টারের।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। জাকোমো বোনাভেঞ্চুরার ক্রসে দূরের পোস্টে বল পেয়ে যান গনসালেস। অরক্ষিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বাকিটা সারেন অনায়াসে।

২৪তম মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন জেকো। আর্জেন্টাইন স্ট্রাইকার মার্তিনেজের কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে বাইরে মারেন তিনি। পাঁচ মিনিট পর প্রতি আক্রমণ থেকে সমতা ফেরায় ইন্টার। মার্সেলো ব্রজোভিচের ডিফেন্স চেরা পাস পেয়ে জাল খুঁজে নেন অরক্ষিত মার্তিনেজ।

৩৭তম মিনিটে এগিয়েও যায় ইন্টার। নিকো বারেল্লার ক্রসে অ‍্যাক্রোবেটিক ভলিতে ফের গোলরক্ষককে পরাস্ত করেন মার্তিনেজ। ম্যাচের বাকিটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আর কেউই গোলের দেখা পায়নি।

এবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *