রবিবার ১১, জুন ২০২৩
EN

"মিলান-২০১৪" নৌ মহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে ‘সাংগু’

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সাংগু’ ভারতীয় নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিত "মিলান-২০১৪" নৌ-মহড়ায় অংশগ্রহণ শেষে আজ রবিবার চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছেছে।

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সাংগু’ ভারতীয় নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিত "মিলান-২০১৪" নৌ-মহড়ায় অংশগ্রহণ শেষে আজ রবিবার চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছেছে। গত ৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে ০৬ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় ক্যাপ্টেন মোস্তফা কামাল নাসের উর্ধ্বতন কর্মকর্তা এবং বানৌজা সাংগু’র অধিনায়ক কমান্ডার এম জিয়াউর রহমান এর নেতৃত্বে সর্বমোট ৯৬ জন কর্মকর্তা ও নাবিক অংশগ্রহণ করে। এবারের "মিলান-২০১৪" এর মূল প্রতিপাদ্য ছিল "Maritime Cooperation for Humaniterian Assistance and Disaster Relief (HADR) Operations"। পৃথিবীর বিভিন্ন দেশের নৌবাহিনীর অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে নৌ মহড়া, জাহাজ পরিদর্শন, সম্মেলন, সামুদ্রিক জাহাজের জলদস্যুতা প্রতিরোধসহ ইত্যাদি বিষয়সমূহ অন্তর্ভূক্ত ছিল। বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের নৌবাহিনীর জাহাজ, নৌ পর্যবেক্ষক এবং নৌ সমর বিশারদগণ এতে অংশগ্রহণ করেন। ভারত সফর শেষে বাংলাদেশে ফেরার পথে নৌবাহিনী জাহাজ ‘সাংগু’ মায়ানমারের ইয়াংগুন বন্দরে শুভেচ্ছা সফরে ২ দিনের যাত্রা বিরতিসহ মায়ানমার নৌবাহিনীর সাথে একটি যৌথ নৌ মহড়ায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত মিলান-২০১৪ এ অংশগ্রহণ এবং মায়ানমারে শুভেচ্ছা সফরে যোগ দিতে নৌবাহিনী জাহাজ ‘সাংগু’ গত ১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে চট্টগ্রাম ত্যাগ করে। [b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *