ময়মনসিংহ জেলায় মসজিদ কমিটির দ্বন্দ্ব নিয়ে ২ ভাই নিহতের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে।
ময়মনসিংহ জেলায় মসজিদ কমিটির দ্বন্দ্ব নিয়ে ২ ভাই নিহতের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১২ ডিসেম্বর) রাতে নিহতদের বাবা আলী আকবর, নিহত দুই ভাইয়ের স্ত্রী মাহফুজা খাতুন (২৮) ও হাসনা আক্তার (৩১) বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলায় স্থানীয় সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়িদকে প্রধান আসামি করে মোট ৩৬ জনের নাম উল্লেখ করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দুই ভাই খুনের ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার (১২ ডিসেম্বর) রাতে মামলা হয়েছে।
মামলার তদন্ত চলছে। এ পর্যন্ত দুই আসামি গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার ( ১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার চর সিরতা ইউনিয়নে মসজিদ কমিটি ও জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিয়ে রফিকুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলাম নিহত হন।
এইচএন