কক্সবাজার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মুজিবউল্লাহ বাদলকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা আবুল হাশেম (৫৫)।
কক্সবাজার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মুজিবউল্লাহ বাদলকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা আবুল হাশেম (৫৫)। রোববার ভোর ৪টার দিকে অস্ত্রধারী ২০/২৫ জনের একটি দল কালারমারছড়া এলাকায় তাদের বাড়িতে গিয়ে এ হামলা চালায়। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে মুজিব উল্লাহর মৃত্যু হয়। আবুল হাশেমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুজিব উল্লাহর বড় ভাই সৈয়দুল কাদের জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয়ভাবে ডাকাত প্রতিরোধ কমিটি করায় তাকে হত্যা করা হয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। [b]কক্সবাজার, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]