যুক্তরাষ্ট্রগামী যাত্রীবাহী বিমানে জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা তল্লাশি জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ হঠাৎ করেই এ সতর্কতামূলক নির্দেশনা জারি করে।
যুক্তরাষ্ট্রগামী যাত্রীবাহী বিমানে জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা তল্লাশি জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ হঠাৎ করেই এ সতর্কতামূলক নির্দেশনা জারি করে। সুনির্দিষ্ট নয় এমন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে,যাত্রীবাহী বিমানে বিস্ফোরণের জন্য পাদুকা বোমা ব্যবহার করার আশঙ্কা করা হচ্ছে। যাত্রীবেশে জুতার মধ্যে বিস্ফোরক নিয়ে বিমানে ওঠার চেষ্টা করা হতে পারে বলে সতর্ক বার্তায় বলা হয়েছে। কোন বিমান পরিবহন সংস্থা বা কোন দেশ থেকে আসা ফ্লাইটে এমন চেষ্টা করা হতে পারে,এ ব্যাপারে কোনো তথ্য সতর্ক বার্তায় দেওয়া হয়নি। ২০০১ সালে হ্যারি রিড নামের একজন বিমানযাত্রী মায়ামিগামী ফ্লাইটে জুতার মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক ব্যবহারের চেষ্টা করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর থেকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে যাত্রীদের জুতা খুলে তল্লাশি করা হয়। নতুন করে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সতর্ক বার্তার পর যুক্তরাষ্ট্রগামী বিমান যাত্রীদের ডিপার্টিং বিমানবন্দরেও অতিরিক্ত তল্লাশিতে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। বুধবার ইউরোপসহ অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা যাত্রীরা জানান,বিমানে ওঠার আগে তাঁদের দীর্ঘ তল্লাশিতে পড়তে হয়েছে। নতুন করে জারি করা এ সতর্ক বার্তা ঠিক কত দিনের জন্য বলবত থাকবে,তা জানানো হয়নি। ঢাকা, ২১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ