এ সময় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক সদস্য আহত হয়েছেন। তিনি একই এলাকার বাবু ড্রাইভারের ছেলে।
যশোরে যুবলীগের আলোচিত নেতা রুম্মানকে (৩১) কুপিয়ে হত্যা করেছে একই গ্রুপের অপর সদস্যরা। হামলার শিকার ও হামলাকারী উভয়ের বিরুদ্ধে সন্ত্রাসের বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পাটোয়ারির ছেলে। এ সময় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক সদস্য আহত হয়েছেন। তিনি একই এলাকার বাবু ড্রাইভারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রুপের লোকজনের সাথে রুম্মানসহ তার পক্ষের লোকজনের বিরোধ ছিল। তারই জের ধরে আরিফ, আহাদুলসহ ৮-১০ জন শুক্রবার রাত ১১টার দিকে রুম্মানকে কুপিয়ে হত্যা করে। আহত শাকিলকে যশোর আড়াই শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিএস