ওমরাহ পালন শেষে দেশে ফিরতেই গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে গ্রেপ্তারের বিষয়টি আগেই আন্দাজ করতে পেরেছিলেন তিনি।
গতকাল শুক্রবার (১৭ মার্চ) মধ্যরাতে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে মাহি বলেন, ‘হতে পারে আমরা দেশে আসার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হতে পারি। যাই হোক হবে, আমরা সব ফেস করব। আপনারা সবাই সত্যের সঙ্গে থাকবেন। পুরো দেশবাসী আমাদের সঙ্গে থাকবেন।’
চিত্রনায়িকা মাহিয়া মাহির ভাষ্য, ‘জায়গা জমির ব্যাপারে ফয়সালা করবে আদালত। পুলিশ কেন জমির বিষয়ে হস্তক্ষেপ করবে? তারা কেন সনি রাজ শো-রুমে ঢুকে আমাদের লোকজনদের ধরে নিয়ে গেল? কি উদ্দেশে আমাদের সবাইকে ধরে নিয়ে যাচ্ছে?’
মাহিয়া মাহি আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করবে। আমি যদি অন্যায় করে থাকি, ভুল করে থাকি দেশের প্রচলিত আইনে আমার বিচার হবে, শাস্তি হবে। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে পুলিশ সদস্যদের এমন প্রশ্নবিদ্ধ আচরণ আমাদেরকে ব্যথিত করেছে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা।’
এবিএস