নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৪৯৬ জনের মৃত্যু হলো।
নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৪৯৬ জনের মৃত্যু হলো।
এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৭৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে এক হাজার ৯৪০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ছয় হাজার ৯৬৩ জন।
এদিকে রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩২৪ জনে। অন্যদিকে রাজধানীর বাইরে ঢাকা জেলার উপজেলাগুলোতে আরো তিন হাজার ৬২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এর পাশাপাশি দেশের অন্যান্য জেলায় দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগী।
আজ বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
এমআর