বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

রাজধানীতে ছিন্নমূল মানুষের মাঝে জামায়াতের মশারী বিতরণ

রাজধানীর কদমতলী এলাকায় মশা বাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে মশারী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আবদুস সবুর ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মশারী বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য কবিরুল ইসলাম, শাহীন আহমদ খান, বিশিষ্ট সেমাজসেবক জনাব মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Photo News A Sobur Fokir (DCS 1 Dec 2022) (1)

প্রধান অতিথির বক্তব্যে আবদুস সবুর ফকির বলেন, ক্ষমতাসীন সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে দেশ আজ খাদের কিনারে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রের সকল স্তরে চাঁদাবাজী ও দুর্নীতিতে ছেয়ে গেছে।

শীতকালের ভরা মৌসুমে বাজারে যথেষ্ট শীতকালীন সব্জী রয়েছে অথচ তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নেই। আশ্চর্য বিষয় হচ্ছে, কৃষকের হাত থেকে উৎপাদিত পণ্য ভোক্তার হাতে সহজে পৌঁছানোর কোনো সু-ব্যবস্থা বর্তমানে কার্যকর নেই। পথে পথে পুলিশ ও আওয়ামী শাসক গোষ্ঠীর চাঁদাবাজীর ফলে ভরা মৌসুমেও সাধারণ মানুষ অল্প দামে পণ্য ক্রয় করতে পারছে না।

ডিসেম্বর মাস দেশে চাউল উৎপাদনের মৌসুম অথচ চালের দাম হু হু করে বাড়ছেই। দেশের জনগণ স্বাক্ষী এই আওয়ামী সরকার মানুষকে ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে ওয়াদা করে ক্ষমতায় এসেছে। অথচ আজ মানুষ প্রায় ১০০ টাকা কেজিতে চাল ক্রয় করতে বাধ্য হচ্ছে।

Photo News A Sobur Fokir (DCS 1 Dec 2022) (2)

শুধু তাই নয়, আজ মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে ফলে এতো জুলুম সহ্য করেও এদেশের মানুষক কোনো প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। সরকার  মিথ্যা মামলা, হামলা, গুম, খুন, সন্ত্রাসসহ নানাভাবে দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। এখন শুষ্ক মৌসুম, ফসল উৎপাদনে সেচ কাজ করতে হবে, এমতাবস্থায় সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে।

ফলে প্রান্তিক কৃষকেরা স্বাভাবিকভাবে চাষাবাদ করতে বাধাগ্রস্থ হচ্ছে। অন্যদিকে পর্যাপ্ত সার ও কিটনাশক সরবরাহ করা হচ্ছে না। ফলে ফসল উৎপাদন কমে যাবে এবং দেশে খাদ্য ঘাটতি দেখা দিবে। সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনার ফলে এভাবেই দেশ মানবসৃষ্ট দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি দেশ রক্ষায় এই সরকারের বিরুদ্ধে সকলকে সকলকে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানান।

আবদুস সবুর ফকির আরও বলেন, সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে কৃত্রিম সংকট ও দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। জনগণ বিশ্বাস করে, যদি দেশে দুর্ভিক্ষ আসে তার মুল কারণ আওয়ামী দুর্নীতিবাজদের ক্ষমতার অপব্যবহার করে সীমাহীন লুটপাটের ফলে দেশের ব্যাংক গুলো সরকারের ছত্রছায়ায় লুটপাট হয়ে যাচ্ছে।

অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের ফলে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। যারা এদেশের জনগণের সত্যিকার মুক্তির জন্য কাজ করে যাচ্ছিলেন। সেই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রহসন করে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ও নাটক সাজিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।

জনগণ একদিন এই সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে ইনশাআল্লাহ। গণমানুষের সংগঠন হিসেবে জামায়াত মানবতার সেবায় ও দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবার আগে দাঁড়ায়। তারই ধারাবহিকতায় আমরা এখানে মশারী বিতরণ করছি।

তিনি জামায়াতের নেতা-কর্মীদেরকে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু আক্রান্ত লোকদের চিকিৎসা সেবা দানসহ এই সংকটে মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *