আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল বুধবার (১১ মে) সকাল সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (১২ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার (১২ মে) ডিএমপির সংবাদ মাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ১০ হাজার ৬৯২ পিস ইয়াবা, ৪৭ কেজি ৭৫৩ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৫১.৫ গ্রাম হেরোইন ও ৯টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
এবিএস