রাজধানীর মিরপুরের আহমদনগর এলাকার একটি বাসা থেকে ১৫০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ দুজনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন,একজনের নাম মকবুল (২৭)
রাজধানীর মিরপুরের আহমদনগর এলাকার একটি বাসা থেকে ১৫০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ দুজনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন,একজনের নাম মকবুল (২৭)। অপরজনের নাম জানা যায়নি। বুধবার রাত সাড়ে ৯টার তাদেরকে আটকের পর অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ তাদের নিয়ে আশেপাশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। মিরপুর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) সালাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। [b]ঢাকা,২৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএই্চ[/b]