রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান মো: সাহেদের অন্যতম সহযোগী ও এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে গ্রেফতার করেছে র্যাব-১।
রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান মো: সাহেদের অন্যতম সহযোগী ও এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে গ্রেফতার করেছে র্যাব-১।
রিজেন্টের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় যে মামলা হয়েছে ওই মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাপাসিয়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের জনসংযোগ ও আইনশাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
আশিক বিল্লাহ বলেন, “মাসুদ পারভেজ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। রিজেন্ট যত প্রতারণা করেছে তার অন্যতম সহযোগী এই মাসুদ। আমরা তাকে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিকে কাপাসিয়ায় তার স্ত্রীর এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।”
এ নিয়ে রিজেন্টের করোনা পরীক্ষা প্রতারণায় ১০ জনকে গ্রেফতার করলো র্যাব। যারা সবাই রিজেন্ট হাসপাতাল ও গ্রুপের কর্মকর্তা ও কর্মচারি।
এমবি