রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলা জামায়াতের আমীর আব্দুল বারীর ছেলে মাহাদিকে (২৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলা জামায়াতের আমীর আব্দুল বারীর ছেলে মাহাদিকে (২৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী গোলাম শওকতের পক্ষে কাজ করেন মাহাদি। অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেনের পক্ষে কাজ করেন স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে হাসিব। শুক্রবার রাত ৮টার দিকে মাহাদি বাড়ি ফিরছিলেন। এ সময় হাসিবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। [b]রাজবাড়ী,২২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]