হ্যামিল্টন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ ওয়ানডে ম্যাচে এডওয়ার্ডস ও ব্রাভোর জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে
[b]হ্যামিল্টন:[/b] নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ ওয়ানডে ম্যাচে এডওয়ার্ডস ও ব্রাভোর জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৬৩ রান সংগ্রহ করেছে তারা। সিরিজ হাতছাড়া না করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ক্যারিবীয়দের। সিরিজের প্রথম ম্যাচটিতে জিতলেও তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে হেরে যায় তারা। আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজ জয়ের স্বপ্ন দেখা নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম টস জিতে শুরুতেই অতিথিদেরকে ব্যাট করার আমন্ত্রণ জানান। বাঁচা-মরার ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে তা ভালভাবেই কাজে লাগিয়েছে ক্যারিবীয়ান ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে ৯৫ রান করেন কিরেন পাওয়েল ও জনসন চার্লস। ৭৩ রান করা পাওয়েল সাজঘরে ফিরে গেলে ক্রিজে আসেন কির্ক এডওয়ার্ডস। পরে ৩১ রান করা চার্লস রান আউটের ফাঁদে পড়েন। মাঠে নেমে মাত্র নয় রানে সিমন্স সাজঘরে ফিরলে ১৪৩ রানেই তিন উইকেট হারায় উইন্ডিজরা। কিন্তু এডওয়ার্ডস ও ডোয়াইন ব্রাভো দলের হাল ধরেন। বেধড়ক পেটান কিউই বোলারদেরকে। সেই সাথে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ২০১১ সালে অভিষেক হওয়া এডওয়ার্ডস। আর দ্বিতীয় সেঞ্চুরির মুখ দেখেন ২০০৪ সালে অভিষেক হওয়া ব্রাভো। দলীয় ৩৫৪ রানে ব্রাভো আউট হলে ভেঙ্গে যায় তাদের ২১১ রানের জুটি। উইলিয়ামসনের বলে নাথান ম্যাককুলামের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৮১ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১০৬ রান করেন দলনেতা ব্রাভো। এদিকে হার না মানা ইনিংস খেলেছেন ওয়ানডাউনে নামা এডওয়ার্ডস। ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাথে চারটি ওভার বাউন্ডারিতে ১২৩ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ছয় রান নিয়ে খেলা শেষ করেন আন্দ্রে রাসেল। ব্লাক ক্যাপসদের বোলিংয়ের বেস্ট ফিগার ১০ ওভারে ৬.৪০ ইকোনোমিতে এক উইকেট নেয়া নাথান ম্যাককুলাম।