রবিবার ১১, জুন ২০২৩
EN

রংপুরে পরিবহন ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রীরা

জামালপুর জেলার মেলান্দহ এলাকার ব্যবসায়ী সাব্বির হোসেন ও শাহরিয়ার সাইদ। ঢাকা থেকে শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে এসেছেন রংপুরে। কথা ছিল ব্যবসার কাজ শেষে আজই ফিরে যাবেন। ফিরতি টিকিট কাটতে সকাল নয়টার দিকে রংপুর নগরীর কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টারে গিয়ে জানতে পারেন, বাস বন্ধ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পঙ্কজ কুমার রায় রংপুর সদর উপজেলার পাগলাপীর থেকে ঢাকা যাওয়ার জন্য এসেছেন।

শনিবার (২৯ অক্টোবর) তার ল্যাব ফাইনাল পরীক্ষা। বাস বন্ধ শুনে তিনিও বিপাকে পড়েছেন।

পঙ্কজ-সাব্বিরদের মতই রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ থেকে মেয়ের বাসায় বেড়াতে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসেছেন সুদীর চন্দ্র বর্মন। বাস বন্ধের খবর শুনে বাধ্য হচ্ছেন ফিরে যেতে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল নয়টায় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় যাত্রীদের এমন দুর্ভোগ। সব বাস কাউন্টার বন্ধ।

অনেকটা ক্ষোভ নিয়ে সাব্বির বলেন, বাস বন্ধ জানলে আসতাম না। এখন এসে বিপদে পড়লাম।

শিক্ষার্থী পঙ্কজ বলেন, পরীক্ষা দিতে না পারলে অনেক সমস্যায় পড়বো। যেভাবেই হোক ঢাকা পৌঁছাতে হবে।

শ্যামলী পরিবহনের সহকারী (হেল্পার) পরিচয়ে মোমিন মিয়া নামে একজন বলেন, বাস বন্ধ থাকায় এখানে থাকা খাওয়ার যে খরচ তা পাবো না। গাড়ি না চললে টাকাও নেই।

খোঁজ নিয়ে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দু-একটি বাস সকালে রংপুরে পৌঁছালেও রংপুর থেকে কোনো বাস ছাড়েনি। দূরপাল্লার বাস চলাচল বন্ধের পাশাপাশি আন্তঃজেলা পরিবহনের বাসও বন্ধ রয়েছে। রংপুর থেকে কোনো বাস ছাড়ছে না। অন্য জেলা থেকে বাস আসছেও না।

মহাসড়কে নছিমন করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবি ও রংপুর-কুড়িগ্রাম সড়কে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মটর মালিক সমিতি।

শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ছয়টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির ২৯ অক্টোবর গণসমাবেশ ঘিরে মটর মালিক সমিতির এমন সিদ্ধান্ত নিয়েছে দাবি করে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন দলটির নেতারা।

এর আগে ২২ অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশের দুদিন আগে থেকেই খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয় বাস ও লঞ্চ।

সেসময়ও শ্রমিক নেতারা দাবি করেন, মহাসড়কে অবৈধ যান চলাচলের প্রতিবাদে খুলনাসহ এর আশপাশের জেলায় বাস বন্ধ রাখা হয়েছে।

তারও আগে ১৫ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে বাস বন্ধ করা হয়েছিল একইভাবে।

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *