রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনকে গোয়েন্দা পুলিশ(ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও হাসপাতালে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনকে গোয়েন্দা পুলিশ(ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও হাসপাতালে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা। রোববার আনুমানিক দুপুর আড়াইটায় রংপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ূন কবির নিখোঁজ আব্রাহাম লিংকনকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধারের আশ্বাস দিলে রংপুর-ঢাকা মহাসড়কের অবরোধ ও রংপুর মেডিকেলের ধর্মঘট প্রত্যাহার করা হয়। শনিবার বিকালে ডিবি পুলিশের পরিচয়ে হাসপাতাল ক্যাম্পাস থেকে লিংকনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে দাবি করা হয়। রোববার সকাল থেকে হাসপাতালে ডাকা হয় অনির্দিষ্টকালের ধর্মঘট। বেলা ১২টা থেকে রমেক সংলগ্ন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন তারা। এতে আটকা পড়ে রাস্তার দুই পাশে অসংখ্য গাড়ির জট তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এছাড়া হাসপাতালে আসা সাধারণ রোগীদেরও পোহাতে হয় নানা বিড়ম্বনা। লিংকনকে গ্রেফতার বা আটকের কথা অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জেলার পুলিশ জড়িত নয়। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা্ (ওসি) আব্দুল কাদের জিলানিও ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। লিংকনকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। নিখোঁজ কর্মচারী নেতা আব্রাহাম লিংকনের ভাই ও রংপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রাজু আহমেদ বলেন, পুলিশই তাকে ধরে নিয়ে গেছে। লিংকন ছাত্রদলের সাবেক নেতা। তার নামে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা আছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানায় তার পরিবার। ঢাকা, ১৬ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)// এসআর