রংপুরের মাহিগন্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে টিএমএসএস। সোমবার (২৩-জানুয়ারি) কর্ম এলাকায় প্রায় দুইশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংস্থাটি।
কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাহিগন্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান, সংস্থাটির রংপুরের যুগ্ম-পরিচালক মো. সাজ্জাদুর রহমান, মাহিগন্জ থানার এসআই মো. খালিদ, টিএমএসএসের জোন প্রধান মো. শহিদুল ইসলাম, রংপুর অঞ্চল প্রধান আজিজুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন মাহিগন্জ অঞ্চল প্রধান শ্যামল চন্দ্র রায়, দামুর চাকলা অঞ্চল প্রধান আব্দুল আফিম, মাহিগন্জ শাখা প্রধান জাকারিয়া, সাইফুর রহমান, বিপ্লব হোসেন প্রমুখ।
ভবিষ্যতে টিএমএমএস আরও মানবিক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।
এইচএম