নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যারের কর্মকর্তাদের জড়িত থাকায় এ বাহিনী বাতিলের দাবিতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যারের কর্মকর্তাদের জড়িত থাকায় এ বাহিনী বাতিলের দাবি করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে মিছিল এবং পরবর্তী মানব বন্ধন হতে এ দাবি জানান বক্তারা। আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,অ্যাডভোকেট আবেদ রেজা,অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার রাজা এবং অ্যাডভোকেট মণ্টু ঘোষসহ প্রমুখ আইনজীবী নেতা। মাহবুব উদ্দীন খোকন বলেন,সারাদেশের অপহরণ-খুন-গুমের সঙ্গে র্যাব জড়িত। এ বাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। র্যাব-১১ এর কর্মকর্তা তারেক সাঈদ নারয়ণগঞ্জের সাত খুন সহ লক্ষ্মীপুরের দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা করে। কাজেই বোঝা যায় যে আইনের অপব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে নষ্ট ও বিতর্কিত করতে ব্যস্ত। অবিলম্বে এ র্যাব বাহিনীকে বাতিল করা হোক। নারায়ণগঞ্জের ঘটনার সঙ্গে জড়িত তিন র্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হোক। এ ব্যাপারে রোববার হাইকোর্ট একটি নির্দেশনা ও আদেশের কপি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর পরেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। কারণ সরকারের এ ক্ষেত্রে গড়িমসি করছে। [b]ঢাকা, কেএ ১২ এপ্রিল(টাইম নিউজ বিডি)/[/b]