শনিবার ১০, জুন ২০২৩
EN

রাশিয়া ইউক্রেনে জয়ী হতে পারবে না: যুক্তরাষ্ট্র

রাশিয়া ইউক্রেনে সামরিক জয় পাবে না। অন্যদিকে কিয়েভের সেনারা তাদের ভূখণ্ড থেকে সব রুশ বাহিনীকে শিগগিরই তাড়িয়ে দিতে পারবে, সে সম্ভাবনাও নেই। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খরব আল-জাজিরার।

বৃহস্পতিবার (২৫ মে) ইউএস জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেন, এই যুদ্ধে রাশিয়া জয়ী হবে না, সেটা সম্ভবও না।

মার্কিন এই জেনারেল বলেন, রাশিয়ার আসল উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। বিশেষ করে কিয়েভ সরকারের পতন ঘটানোর ক্ষেত্রে।

তিনি বলেন, কিয়েভের সেনারা তাদের ভূখণ্ড থেকে সব রুশ বাহিনীকে শিগগিরই তাড়িয়ে দিতে পারবে সে সম্ভাবনাও নেই। ফলে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী হবে।

মার্ক মিলি আরও বলেন, এমন পরিস্থিতিতে এক পর্যায়ে দুই পক্ষই সমস্যা সমাধানে আলোচনায় বসতে পারে। এমনকি তারা যুদ্ধেরও ইতি টানতে পারে।

এদিকে ইউক্রেনের দিনপ্রো অঞ্চলের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছে আরও ১৫ জন।

হামলার ঘটনা নিশ্চিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, হাসপাতালটি থেকে অন্যদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে সব প্রয়োজনীয় কর্তৃপক্ষই সেখানে কাজ করছে বলেও জানান তিনি।

এমআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *