লোকসভা নির্বাচনে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়াবেন কুমার বিশ্বাস। পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বিরুদ্ধে ফারুকাবাদ নির্বাচনী কেন্দ্র থেকে লড়াই করবেন মুকুল ত্রিপাঠী। লুধিয়ানা থেকে নির্বাচনে লড়বেন আইনজীবী এইচএস ফুলকা।
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে দিল্লির পদত্যাগী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। প্রথম দফায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রোববার আপের রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকের পর এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা থেকে জানা গেছে, লোকসভা নির্বাচনে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়াবেন কুমার বিশ্বাস। আপ নেতা আশুতোষকে দিল্লির চাঁদনি চক আসনে কংগ্রেস নেতা কপিল সিবালের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে আম আদমি পার্টি। উত্তর-পশ্চিম মুম্বাইয়ে দাঁড়াচ্ছেন সমাজকর্মী মেধা পাটেকর। গুরগাঁও নির্বাচনী কেন্দ্র থেকে লড়বেন আপের অন্যতম শীর্ষ নেতা যোগেন্দ্র যাদব। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রধান মুলায়েম সিং যাদবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাবা হার্দেবে। দক্ষিণ মুম্বাই নির্বাচনী কেন্দ্র থেকে মিলন্দ দেওড়ার বিরুদ্ধে লড়বেন আপ নেত্রী মীরা সান্যাল। নাগপুরে আপ প্রার্থী হচ্ছেন অঞ্জলি দামানিয়া। তিনি সাবেক বিজেপি সভাপতি নীতিন গাদকারির বিরুদ্ধে লড়বেন। পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বিরুদ্ধে ফারুকাবাদ নির্বাচনী কেন্দ্র থেকে লড়াই করবেন মুকুল ত্রিপাঠী। লুধিয়ানা থেকে নির্বাচনে লড়বেন আইনজীবী এইচএস ফুলকা। মোরাদাবাদে সাবেক ক্রিকেটার ও কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে আপের টিকিটে লড়বেন খালিদ পারভেজ। পুনেতে সুরেশ কলমাদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুভাষ ওয়াড়ে। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে সব রাজ্য থেকেই ভোটে লড়াই করার ঘোষণা দিয়েছে আমআদমি পার্টি (আপ)। দলের প্রথম সারির নেতা প্রশান্ত ভূষণ সম্প্রতি বলেছেন, "যে কেন্দ্রে আপের সংগঠন দৃঢ় হবে ও যোগ্য প্রার্থী পাওয়া যাবে সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবে আম আদমি পার্টি।" তিনি আরও বলেন, "কংগ্রেস ও বিজেপি থেকে মুখ ফিরিয়ে দেশের মানুষ এখন একটি বিকল্প খুঁজছে। তাই আপ দেশের সবগুলো রাজ্য থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে।" সূত্র: আইআরআইবি [b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]