রবিবার ২, এপ্রিল ২০২৩
EN

লন্ডনে বসে ষড়যন্ত্র না করে দেশে আসুন : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের নেতা কোনো দিন পালাননি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের নেত্রী পালাননি। আপনি (তারেক রহমান) লন্ডনে বসে ষড়যন্ত্র না করে দেশে আসুন, সাহস থাকলে দেশে আসুন। দেশে এসে মামলা মোকাবিলা করুন। এ দেশের মানুষ দেখতে পারবে কী করেছিলেন আপনি।

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে তিব্বত কলোনী বাজার সংলগ্ন রাস্তায় এ সমাবেশ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যানজট নিয়ে কাজ করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তিনি মেট্রোরেল করেছেন, হাতিরঝিল করেছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ আজকে সারা বাংলাদেশের জনপ্রিয়।

তিনি বলেন, বিরোধী দল অনেক কথা বলে। বিরোধী দল তো নয়, বিএনপি ক্যান্টনমেন্টে থেকে তৈরি হয়েছিল, যারা জাতির পিতার হত্যার দিনে জন্মদিনে কেক কাটেন, যারা জাতির পিতার হত্যাকারীদের নিয়ে বিদেশে প্রতিষ্ঠা করেন, সেই দল আবার ভোট চায় নাকি। জনগণের কাছে ভোট চান ভালো কথা। জনগণ যদি ভোট দেয় আপনারা আবার ক্ষমতায় আসবেন। এত ফালাফালির কী দরকার আছে?

মন্ত্রী আরও বলেন, রাস্তা বন্ধ করে যদি জনগণের দুর্ভোগ সৃষ্টি করেন, আবার ভাঙচুর করেন, আবার যদি নৈরাজ্য সৃষ্টি করেন, নিরাপত্তা বাহিনীর দরকার হবে না, আমাদের নেতাকর্মীরাই জবাব দিয়ে দেবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মান্নান কচি প্রমুখ।

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *