শীতের মৌসুমে টানা ৩ দিনের বৃষ্টিতে দিনাজপুরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হওয়া টানা বৃষ্টি আজ সোমবার পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে আজ ১৭ ফেব্রুয়ারী (সোমবার) বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস
শীতের মৌসুমে টানা ৩ দিনের বৃষ্টিতে দিনাজপুরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হওয়া টানা বৃষ্টি আজ সোমবার পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে আজ ১৭ ফেব্রুয়ারী (সোমবার) বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস। শীতকালে বৃষ্টি হওয়ার কারনে তীব্র শীতে সাধারন মানুষের ঘর থেকে বের হতে অসুবিধা হচ্ছে। ফলে খেটে খাওয়া মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে। দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের কর্তব্যরত পর্যবেক্ষক শফিকুল ইসলাম জানান, আজ সোমবার থেকে বৃষ্টি না হওয়ার সম্ভবনা রয়েছে। তবে টানা এই বৃষ্টির কারনে শহরের অধিকাংশ সড়কে পানি জমেছে। ফলে অনেক সড়ক যান চলাচল করার অযোগ্য হয়ে পড়েছে। শহরের পাহাড়পুর শহীদ মিনার মোড় থেকে চাউলিয়াপট্রি দক্ষিণ লালবাগ সড়ক, পুলহাট মোড় থেকে ফুলাবাড়ী বাসষ্ট্যান্ড, বটতলী শেরশাহ মোড় হতে রাজবাটি গেট, ঘাসিপাড়া বটগাছ মোড় থেকে ডাব গাছ মসজিদ হয়ে চাউলিয়াপট্রি মোড়, ছয় রাস্তার মোড় থেকে কোতয়ালী থানা মোড়, ছয় রাস্তা মোড় থেকে চারুবাবুর মোড়, রেলবাজার হাট থেকে শেরশাহ বটতলী মোড়, বাহাদুর বাজার এলাকাসহ শহরের বিভিন্ন সড়ক বেহাল অবস্থায় পরে আছে। যা আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই সংস্কার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। [b]দিনাজপুর,এমআর,১৭ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]