রবিবার ২, এপ্রিল ২০২৩
EN

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

পুরুষ ও মেয়েদের যেকোনো বিশ্বকাপে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে আগের ম্যাচেই ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার শ্রীলঙ্কাকেও হারাল দিশা-প্রত্যাশারা। তাতে এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের মেয়েরা।

সোমবার বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৫ রানেই থেমেছে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলেন নারী দলের ইনিংস। তাতে ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দিশা বিশ্বাসের দল।

দক্ষিণ আফ্রিকায় বেনোনির উইলমোর পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান করে শ্রীলঙ্কা। দলটির হয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন ভিশমি গুনারত্নে। ৬১ রানে অপরাজিত থাকার পরেও পারেননি দলকে জয়ের বন্দরে পৌঁছাতে। এছাড়া ডিউমি ভিহাঙ্গা করেন ৫৫ রান। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার নেন ২ উইকেট। এছাড়া ১ উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস।

এর আগে দিনের শুরুতে টস হেরে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশের মেয়েরা। ওপেনার আফিয়া হুমায়রা করেন ৫৩ রান। আরেক ওপেনার রানি সাহা রান আউটে কাটা পড়ার আগে করেন ১৪ রান। তবে আরও বড় জুটি গড়েন তিন এবং চারে নামা ব্যাটার দিলারা আক্তার এবং স্বর্না আক্তার।

এই দুই ব্যাটার মিলে গড়েন অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি। তাতেই বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয় বড় সংগ্রহ। নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান। দিলারা ৩৬ এবং স্বর্না ৫০ রানে অপরাজিত থাকেন।

এমআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *