ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে সর্বমোট ১৫ হাজার ২০২ ভোটার ভোট দিয়েছেন। আগামী রোববার সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গণনা করা হবে এবং গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচনের চিফ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে সর্বশেষ ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এসব কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় বিভিন্ন কেন্দ্রে ছাত্রলীগের নেতাকর্মীদেরও দলবেঁধে অবস্থান করতে দেখা যায়। এবার নির্বাচনে বিএনপিপন্থীরা অংশ নেয়নি এবং জামায়াতপন্থীরা প্রার্থী দিলেও গ্রেপ্তার হয়রানির অভিযোগে ভোট বর্জন করে। আওয়ামীপন্থী গণতান্ত্রিক ঐক্য পরিষদ ২৫ জন প্রার্থী দিয়েছে। এদিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি জানিয়ে নয়জন স্বতন্ত্রভাবে ‘টিম অপরাজেয়’ ব্যানারে নির্বাচন করেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ মোট প্রার্থী ছিলেন ৬৮ জন।
এইচএম