ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও যাত্রী ও দর্শণার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
[b]ঢাকা:[/b] শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও যাত্রী ও দর্শণার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সোমবার ভোর পৌনে ৫টার দিকে বিমানবন্দরের টার্মিনাল-১ এর দ্বিতীয় তলায় এ আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ মোহাম্মদ চৌধুরী আগুন লাগার তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশসহ বিমানবন্দরের কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন,আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে তীব্র ধোঁয়ার কারণে লোকজনের শ্বাসকষ্ট ছাড়াও আতংক ছড়িয়ে পড়ে। ওসি আরো জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তিনি বলেন, দোতলায় তিনটি এয়ারওয়েজের অফিস আছে। তবে ঘটনার সময় অফিস তিনটি বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই অফিসের কোনো একটি থেকে আগুনের সূত্রপাত। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও ওসি জানান।